নোটিশঃ এতদ্বারা অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্লে থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশক্রমে ৩০/০৪/২০২৪ (মঙ্গলবার) হতে ০২/০৫/২০২৪ (বৃহস্পতিবার) পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। বিশেষভাবে উল্লেখ করা যাচ্ছে যে, তাপপ্রবাহের কোনো পরিবর্তন বা শিক্ষা মন্ত্রাণালয়ের কর্তৃক পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিসিয়াল যাবতীয় কার্যক্রম যথানিয়মে চলবে। তাই প্লে থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীর মাসিক বেতন, আসন্ন পরীক্ষার ফি ও বাস ভাড়া পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। - টিটন গাইন (প্রধান শিক্ষক)

ইতিহাস

‘সিএসএস বাংলাদেশ’ একটি জনকল্যাণব্রতী উন্নয়নমুখী প্রতিষ্ঠান। আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুশিক্ষিত জাতি গঠনে বাংলাদেশ সরকারের পরিকল্পনা বাস্তবায়নের অংশীদার রূপে সিএসএস ১৯৭২ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ছেলেমেয়েদের সুশিক্ষা প্রদান করার লক্ষ্যে দক্ষিণবঙ্গের খুলনায় ১৯৮১ সালে খালিশপুরের একটি ভাড়াবাড়িতে প্রায় ১০০ জন ছাত্র নিয়ে সিএসএস হোম যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯১ সালে মোট ১১৭ জন ছাত্র নিয়ে সিএসএস হোমকে গল্লামারিতে নিজস্ব সম্পত্তিতে স্থানান্তর করা হয় । তখন সিএসএস স্কুল নামে প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে। শুরু হয় কেজি শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান কর্মসূচি। তবে সে সময় এই স্কুল থেকে শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো না। অন্য স্কুল থেকে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হতো।


১৯৯৫ সালে সিএসএস প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী মহোদয় ৫০ জন মেয়ে নিয়ে গল্লামারিতে আরও একটি বিভাগ চালু করেন। এটি পরবর্তীতে হোম অব ব্লেসিংস্ নামে আত্মপ্রকাশ করে। ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রয়াত মায়াদেবী সরকার। ২০০১ সালের ১লা এপ্রিল সিএসএস প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের নামানুসারে একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ ঘটে “রেভারেন্ড পল্‌স হাই স্কুল” - এর। ২০০২ সালে স্কুলটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এবং ২০০৭ সালের ১লা জানুয়ারি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। ২০০১ থেকে ২০০৭ সালের এই কর্মযজ্ঞে অগ্রণী ভূমিকা পালন করেন তৎকালীন প্রধান শিক্ষক মহোদয় মি. ভূপাল চন্দ্র শাঁখারী।


২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মি. নারায়ণ চন্দ্র বিশ্বাস। যার দূরদর্শিতা ও পারদর্শিতার পূর্ণপ্রকাশ ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠানের সুপরিকল্পিত পরিচালনায়। ২০১৫ এর ১৬ই আগস্ট থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মি. আইবন ফিলিপ হালদার। বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মি. টিটন গাইন। এছাড়া রয়েছে ৩৬ জন সুশিক্ষিত শিক্ষকমন্ডলীসহ প্রায় ৫০ জন কর্মী যাদের ঐকান্তিক ইচ্ছা ও কর্মপ্রচেষ্টার বাস্তব প্রতিফলন ঘটে চলেছে স্কুলের বর্তমান ও ভবিষ্যৎ কর্মকান্ডে। সেই সঙ্গে স্কুলের সার্বিক উন্নতিকল্পে আন্তরিকতার সাথে শিক্ষকগণ পাঠদান করে চলেছেন। এছাড়া সিএসএস-এর বর্তমান নির্বাহী পরিচালক মি. মার্ক মুন্সী মহোদয়ের সুষ্ঠু দিকনির্দেশনাসহ পরিচালক-শিক্ষা মহোদয়ের দূরদর্শিতা ও সেইসঙ্গে প্রধান শিক্ষক মহোদয়ের দক্ষ পরিচালনায় অভিজ্ঞ শিক্ষকমন্ডলী তাদের কর্মসম্পাদনে সর্বদা সচেষ্ট রয়েছেন। এভাবেই সকলের আন্তরিকতায় রেভারেন্ড পল্‌স হাই স্কুল সুনামের সাথে কাজ পরিচালনা করে সামনের দিকে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। জুলাই ২০২০ হতে জানুয়ারি ২০২১ পর্যন্ত প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন মি. রথীন্দ্রনাথ সরদার। ১লা ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন মি. মো.ইব্রাহীম খলিল। ১৫ই আগস্ট ২০২১ হতে ১৫ই নভেম্বর ২০২১ পর্যন্ত প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন মি. নিত্যানন্দ চক্রবর্তী।