নোটিশঃ এতদ্বারা অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্লে থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশক্রমে ৩০/০৪/২০২৪ (মঙ্গলবার) হতে ০২/০৫/২০২৪ (বৃহস্পতিবার) পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। বিশেষভাবে উল্লেখ করা যাচ্ছে যে, তাপপ্রবাহের কোনো পরিবর্তন বা শিক্ষা মন্ত্রাণালয়ের কর্তৃক পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিসিয়াল যাবতীয় কার্যক্রম যথানিয়মে চলবে। তাই প্লে থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীর মাসিক বেতন, আসন্ন পরীক্ষার ফি ও বাস ভাড়া পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। - টিটন গাইন (প্রধান শিক্ষক)

উদ্দেশ্য

সিএসএস এখন অতি পরিচিত একটা সেবামূলক প্রতিষ্ঠানের নাম। অসহায় মানুষের সাহায্যের ব্রত নিয়ে ১৯৭২ সাল থেকে গুটিগুটি পায়ে সামনের দিকে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। “নিরক্ষরতা জাতির অভিশাপ” এ কথা স্মরণ করে দরিদ্র অসহায় পরিবারের শিশুদের শিক্ষার আলো দেখানোর জন্য হোমসহ স্কুল কার্যক্রম শুরু হয় ১৯৮১ সাল থেকে। তখন স্কুলটির নাম ছিল “সিএসএস স্কুল”। পরবর্তীতে ২০০১ সালে নাম পরিবর্তিত হয়ে “রেভারেন্ড পল্‌স হাই স্কুল” নামে পরিচিতি লাভ করে। এর পরিধি বিস্তার করার সাথে সাথে কার্যক্রমের পরিধিও বিস্তার লাভ করছে একইভাবে।