নোটিশঃ এতদ্বারা অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্লে থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশক্রমে ৩০/০৪/২০২৪ (মঙ্গলবার) হতে ০২/০৫/২০২৪ (বৃহস্পতিবার) পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। বিশেষভাবে উল্লেখ করা যাচ্ছে যে, তাপপ্রবাহের কোনো পরিবর্তন বা শিক্ষা মন্ত্রাণালয়ের কর্তৃক পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিসিয়াল যাবতীয় কার্যক্রম যথানিয়মে চলবে। তাই প্লে থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীর মাসিক বেতন, আসন্ন পরীক্ষার ফি ও বাস ভাড়া পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। - টিটন গাইন (প্রধান শিক্ষক)

ল্যাংগুয়েজ ক্লাব

বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ল্যাংগুয়েজ ক্লাব রয়েছে যেখানে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়।

উদ্দেশ্য: মাতৃভাষা ও বিদেশি ভাষাকে (ইংরেজি) যথাযথভাবে শেখা এবং চর্চা করা।

কার্যাবলি:

বাংলা:
১) বাংলা ভাষা শুদ্ধভাবে পড়া ও লেখার জন্য প্রমিত উচ্চারণ শেখানো হয়।
২) সুন্দরভাবে লেখার জন্য হাতের লেখা অনুশীলন করানো হয়।
৩) প্রমিত উচ্চারণ শেখার জন্য বাংলা ভাষার কবিতা আবৃত্তি চর্চা করানো হয়।
৪) বাংলা ভাষায় দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাংলা বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।

ইংরেজি:
১) ইংরেজি ভাষা শুদ্ধভাবে পড়া ও লেখার জন্য কথোপকথন, বিতর্ক, উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।
২) ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সৃজনশীল লেখা ও বলা অনুশীলন করানো হয়।


বিজ্ঞান ক্লাব এর উদ্দেশ্য ও কার্যাবলি:

১। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সচেতন করে গড়ে তোলা।
২। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বাস্তব ধারণা প্রদান এবং সর্বস্তরে বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করে তোলা।
৩। শিক্ষার্থীদের কৃষি ও স্বাস্থ্যসহ দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদান।
৪। বিজ্ঞান ও প্রযুক্তিধর্মী উদ্ভাবনী কাজে সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদান।
৫। বিজ্ঞানমেলার আয়োজন, বৈজ্ঞানিক সরঞ্জামাদি প্রদর্শন এবং বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।
৬। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকাশনা সম্পাদন করা।
৭। বিজ্ঞানসংশ্লিষ্ট গুরুত্বসম্পন্ন স্থান ভ্রমণ।
৮। জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কার্যক্রমে অংশগ্রহণ করা।


মিউজিক এন্ড আর্ট ক্লাব এর উদ্দেশ্য:

সংগীত, নৃত্য এবং অন্যান্য চর্চার মাধ্যমে সৃজনশীলতা বিকাশ একটি অন্যতম মাধ্যম। এছাড়াও শিক্ষার্থীদের আনন্দের সাথে পাঠে সম্পৃক্ত করা এবং তাদের নিজস্ব শিল্প সংস্কৃতির সাথে পরিচয় করানোই এই ক্লাবের উদ্দেশ্য।

কার্যক্রম:
এই কার্যক্রমের মাধ্যমে আমরা অনেক প্রতিভা সম্পন্ন শিক্ষার্থী পেয়ে থাকি যারা থানা ও জেলা পর্যায়ে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে বিদ্যালয়ের সুনাম বয়ে এনেছে।

১। প্রত্যেক বৃহস্পতিবার সংগীত ও নৃত্যের নির্ধারিত ক্লাস থাকে যেখানে শ্রেণিভিত্তিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ।
২। জাতীয় দিবসগুলো উদ্‌যাপনের উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের উপযোগী করে শিক্ষার্থীদের তৈরি করা।
৩। শিক্ষাবোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিস কর্ত্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের তৈরি করা।
৪। শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা।
৫। বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।
৬। বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরকারী-বেসরকারী পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।