নোটিশঃ এতদ্বারা অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্লে থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশক্রমে ৩০/০৪/২০২৪ (মঙ্গলবার) হতে ০২/০৫/২০২৪ (বৃহস্পতিবার) পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। বিশেষভাবে উল্লেখ করা যাচ্ছে যে, তাপপ্রবাহের কোনো পরিবর্তন বা শিক্ষা মন্ত্রাণালয়ের কর্তৃক পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিসিয়াল যাবতীয় কার্যক্রম যথানিয়মে চলবে। তাই প্লে থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীর মাসিক বেতন, আসন্ন পরীক্ষার ফি ও বাস ভাড়া পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। - টিটন গাইন (প্রধান শিক্ষক)
Team1

রেভারেন্ড মার্ক মুন্সী

নির্বাহী পরিচালক সিএসএস

mmunshi.cssbd@gmail.com

হে দয়াময় ঈশ্বর, তুমি সমস্ত অস্তিত্বের উৎস। তুমি সকল ক্লেশের বিনাশ কর্তা। তোমাকে আমরা প্রণতি জানাই। মানবজীবনে কর্মই তার মূল্যায়নের মানদন্ড। কর্মের মহিমাই মানুষকে যুগযুগান্তর ধরে বাঁচিয়ে রাখে। শিক্ষাগ্রহণ প্রতিটি মানুষের জন্মগত মৌলিক অধিকার এবং সামাজিক উন্নয়নের একমাত্র চাবিকাঠি। শিক্ষাক্রম উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। বর্তমান সরকার সেইদিকে লক্ষ্য রেখে শিক্ষাক্ষেত্রে আমূল পরির্তনের মাধ্যমে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে প্রাথমিক স্তর থেকে বাস্তবভিত্তিক ও সৃজনশীল শিক্ষা ব্যবস্থার প্রবর্তনসহ ভবিষ্যৎ প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে প্রযুক্তিগত শিক্ষাকে শিক্ষার মূলধারায় যুক্ত করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।

সাম্প্রতিক সময়ে বিশ্ব যখন করোনা নামক মহামারি (কোভিড-১৯)এর প্রভাবে বিপর্যস্ত, বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, তখন খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) দ্বারা পরিচালিত রেভারেন্ড পল্‌স হাই স্কুল তার নিজ উদ্যোগে প্রযুক্তির উন্নত ব্যবস্থাপনায় সকল শিক্ষার্থীদের শেখানো কার্যক্রম চালিয়ে গিয়েছে। প্রয়োজনীয় তথ্য সংরক্ষণসহ সময়ের সাথে সাথে শিক্ষার প্রযুক্তিগত ও গুণগত মান অক্ষুন্ন রেখে শিক্ষা কার্যক্রমকে গতিশীল ও ত্বরান্বিত করতে স্কুল কর্তৃপক্ষ স্কুলের তথ্য সম্বলিত যে ওয়েবসাইট প্রকাশের মহতী উদ্যোগ নিয়েছে তা জেনে আমি খুবই আনন্দিত ও উচ্ছসিত।

আমি প্রত্যাশা করি এই নান্দনিক কাজের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও দেশ-বিদেশের সকল জনসাধারণ রেভারেন্ড পল্‌স হাই স্কুল সম্পর্কে ইতিবাচক ধারণা লাভ করবে। আশা করি এই ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা উপকৃত হবে। শিক্ষার উৎকর্ষ সাধনের সুমহান ব্রত নিয়ে রেভারেন্ড পল্‌স হাই স্কুলের ওয়েবসাইটে তথ্য সংযোজনের জন্য যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন সেই সকল শুভানুধ্যায়ীদের সিএসএস পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।

মহান সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন।

Team1

ডেভিড টমাস গোমেজ

পরিচালক শিক্ষা সিএসএস

deducation.cssbd@gmail.com

মহান সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা স্বীকার করি। যিনি এই সুন্দর নিখিল ভুবন সৃষ্টি করেছেন। যাঁর মহিমায় মহিমান্বিত এই মহাবিশ্ব। আমরা জানি সুশিক্ষার মধ্যেই নিহিত রয়েছে শিক্ষার গুণগতমান। ভবিষ্যৎ পরিপূর্ণ জীবনের জন্য প্রস্তুতিই হচ্ছে শিক্ষা। বিদ্যালয় সমাজের প্রতিচ্ছবি, আধুনিক ও আকাঙ্খিত সমাজ বিনির্মাণে বিদ্যালয়ের ভূমিকা অনন্য। এই লক্ষ্য সামনে রেখেই রেভারেন্ড পল্‌স হাই স্কুলের অগ্রযাত্রা।

একটি সুন্দর, সু-শৃঙ্খল প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রতিষ্ঠানই পারে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। আর রেভারেন্ড পল্‌স হাই স্কুল সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, উপযুক্ত পরিবেশ এবং প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে পরিচালিত রেভারেন্ড পল্‌স হাই স্কুলে রয়েছে মনোরম ক্যাম্পাস, প্রশস্ত খেলার মাঠ, সমৃদ্ধ লাইব্রেরি, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বিজ্ঞানাগার, নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, নিজস্ব পরিবহণ সুুবিধা। এছাড়াও সম্পূর্ণ ক্যাম্পাস ও প্রত্যেকটি শ্রেণিকক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

রেভারেন্ড পল্‌স হাই স্কুল তার তথ্য সম্বলিত ওয়েবসাইট সংযোজনের উদ্যোগ নিয়েছে জেনে আমি খুবই আনন্দিত। প্রত্যাশা করি এই ওয়েবসাইটের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষ বিদ্যালয় সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে। বিদ্যালয়ের ওয়েবসাইটে যে সকল উপদেষ্টামন্ডলী, কলাকুশলী নিরলস পরিশ্রম করে তথ্য সংযোজন করেছেন, তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন এই শুভ কামনায়,

Team1

টিটন গাইন

প্রধান শিক্ষক রেভারেন্ড পল্‌স হাই স্কুল

rphs@cssbd.org

শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া। শিক্ষা, শৃঙ্খলা ও সংযম এই মন্ত্রকে ধারণ করে একটি উন্নত প্রগতিশীল পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে গড়ে তোলা আমাদের এই প্রতিষ্ঠান। খুলনা শহরের অভিজাত এলাকায় নিজস্ব ভবনে আপনাদের সন্তানের প্রিয় বিদ্যালয় খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) দ্বারা পরিচালিত রেভারেন্ড পল্‌স হাই স্কুল একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে প্রায় হাজারের উপর শিক্ষার্থী সু-শৃঙ্খল পরিবেশে সুশিক্ষা পেয়ে থাকে। তাই, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একমাত্র সুশিক্ষাই একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করে। এ লক্ষ্যকে সামনে রেখে খুলনা শহরের প্রাণকেন্দ্রে সোনাডাঙ্গার গল্লামারীতে ১৯৮১ সালে রেভারেন্ড পল্‌স হাই স্কুল সু-শৃঙ্খল পরিবেশে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পথ চলা শুরু করেছিল এবং অদ্যবধি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী স্কুলশিক্ষাসহ উচ্চ শিক্ষা অর্জন করে দেশ খ্যাত হয়েছে। এছাড়া আমাদের এই বিদ্যালয় থেকে প্রতি বৎসর পাবলিক পরীক্ষা পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ+, এ ও মেধাবৃত্তিসহ ১০০% শিক্ষার্থী কৃতিত্বের সাথে পাস করে আসছে। বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা যাতে প্রতিযোগিতার ক্ষেত্রে নিজেকে যথাযথ ভাবে উপস্থাপন করতে পারে তার জন্য এ প্রতিষ্ঠান থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে পুরস্কার অর্জন করে থাকে। তাই, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সৎ, যোগ্য এবং আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা। রেভারেন্ড পল্‌স হাই স্কুলকে বিশ্বের সাথে পরিচিতির জন্য এর নিজস্ব ওয়েবসাইট রয়েছে। বিদ্যালয়ের এই ওয়েবসাইটে নিজেকে অন্তর্ভুক্ত করতে পেরে আমি অনেক গর্বিত। যারা এই ওয়েবসাইটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সময়, শ্রম ও মেধা ব্যয় করেছেন তাদের সবাইকে অনেক শুভ কামনা ও ধন্যবাদ জানাচ্ছি। সৃষ্টিকর্তা আমাদের মঙ্গল করুন।